আমুদরিয়া নিউজ : অসমের বাংলাভাষী অধ্যুষিত করিমগঞ্জ জেলার নাম পাল্টে রাখা হল শ্রীভূমি। অসমের মন্ত্রিসভা মঙ্গলবার ওই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানাতে এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে হিমন্ত বিশ্বশর্মা জানান, প্রায় ১০০ বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক করিমগঞ্জ জেলা অঞ্চলকে শ্রীভূমি মানে মা লক্ষ্মীর ভূমি হিসেবে বর্ণনা করেছিলেন। সে কথা মাথায় রেখে অসম মন্ত্রিসভা এই নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে।