আমুদরিয়া নিউজ : আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোট হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, আগামী ৫ ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে। তিনদিন পর অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ভোটগণনা। অনেকেই ভেবেছিলেন বসিরহাটে উপনির্বাচন হবে। কিন্তু, ওই বিধানসভা নিয়ে মামলা বিচারাধীন থাকার কারণে এখনই উপনির্বাচন হবে না। আগামী ১০ জানুয়ারি ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।