আমুদরিয়া নিউজ : মঙ্গলবার ভোররাতে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা চালিয়েছে ইজরায়েল। হত কমপক্ষে ২২০ জন। আহত বহু। গাজার সামরিক বাহিনী তরফে জানানো হয়েছে বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে পড়েছেন। তাদের উদ্ধারের কাজ চলছে। এদিকে প্রায় দুই মাস যুদ্ধ বিরতির পর হঠাৎ যুদ্ধ শুরু করে সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল।
