আমুদরিয়া নিউজ : আফগানিস্থানে তুমুল শিলাবৃষ্টির জেরে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। বুধবার সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সে দেশের ফারাহ প্রদেশে। সেখানকার দুর্যোগ মোকাবিলা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দুটি পরিবারের সদস্যরা পিকনিকে গিয়েছিলেন। সেখানে হঠাৎ তুমুল শিলাবৃষ্টি হলে ২১ জনের মৃত্যু হয়। ৬ জন আহত হন। একই সময়ে, মঙ্গলবার দক্ষিণ কান্দাহারে ভারী বৃষ্টি হয়। সেখানে ৮ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৪ জন কাপড় কাঁচার সময়ে জলের তোড়ে ভেসে যান। কাছেই একটি বাড়ির ছাদ ধসে পড়লে ৪ জনের মৃত্যু হয়েছে।
