আমুদরিয়া নিউজ : আমেরিকার উইলমার-হাচিন্স হাই স্কুলে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে গেলেও সে পলাতক। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন হয়েছে। সন্দেভাজনের খোঁজ চলছে।
