আমুদরিয়া নিউজ ডেস্ক : বয়স একটা সংখ্যা মাত্র। ইচ্ছে থাকলে কি না হতে পারে! মনোবল, জেদ থাকলে ৬০ বছর বয়সেও বাইক নিয়ে নেপালের ৭,২৪৬ মিটার বরফে মোড়া শৃঙ্গে ওঠা যায়। এটাই প্রমাণ করে দেখালেন ব্রিটিশ অভিযাত্রী নিল লটন।
৬০ বছর বয়সী নিল শেরপা নিমা কেচলাকে সঙ্গে নিয়ে দুদিন আগে বাইক নিয়ে ওই শৃঙ্গে উঠে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন. একটা সময়ে ব্রিটিশ নৌবাহিনীর কমান্ডো ছিলেন তিনি। অবসরের পরে বাইক নিয়ে পাহাড়ে ঘুরে বেড়ান। এটা অবশ্য ওঁর প্রথম বিশ্ব রেকর্ড নয়। এর আগে ২০১৮ সালে পৃথিবীর সর্বোচ্চ ডিনার পার্টি দেওয়ার বিশ্ব রেকর্ড তাঁরই ঝুলিতে গিয়েছে। সেবার ৭,০৫০ মিটার উঁচু শৃঙ্গে ডিনার পার্টি দিয়েছিলেন তিনি গিয়েছিলেন বাইক নিয়েই।