আমুদরিয়া নিউজ : অনেক জটিলতার পরেও সাগরদিঘিতে হল ছট মায়ের পুজো। আর পুজোর শেষে পরিবেশ দূষণ রোধ করতে সচেতনতার পরিচয় দিল এই ঘাটে পুজো করতে আসা ছট ব্রতীরা। কোচবিহার শহরের হরিজন ও বাসফোর সমাজের পুণ্যার্থীরা এদিন পুজোর পর সাগরদিঘিতে যাতে দূষণ না হয়, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগালেন।
দিঘির জলে ও ঘাটের আশেপাশে পড়ে থাকা দূষণ ছড়ায়, সেই সব নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। ছট ব্রতীদের এই ধরণের উদ্যোগের প্রশংসা করেছেন জন সাধারণ থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। আদালতের নির্দেশে গ্রীন ট্রাইব্যুনালের নিয়ম বিধি মেনে সাগরদিঘিতে পুজো করার অনুমতি দেওয়া হয়।
এদিন সেই কথা মাথায় রেখে ছটব্রতীরা সাগরদিঘির ঘাট পরিষ্কারে হাত লাগান।