আমুদরিয়া নিউজঃ বিগত কয়েক বছর হল কোচবিহারের রাসমেলায় বড় সার্কাসের দেখা মিলছে না। যার ফলে অনেকটাই হতাশ জেলার মেলা প্রেমী মানুষ। এবছরও ছোট সার্কাস উপভোগ করে সন্তুষ্ট থাকতে হল দর্শকদের। রাসমেলায় এবার তাবু গেড়েছে রয়্যাল সার্কাস। দুই ঘন্টার শো তে ২৫-২৬ টি খেলা দেখানো হচ্ছে। শিশুদের মনোরঞ্জন করছে জোকার। তার অঙ্গভঙ্গি, কার্য কলাপ দেখে সার্কাসের মজা নিচ্ছে শিশুরা।
অন্যান্য খেলায় মধ্যে রয়েছে ব্যালেন্সের খেলা, রিং-এর খেলা, মোটর সাইকেল জাম্প ইত্যাদি। তবে পশুপাখির খেলা না থাকায় সার্কাসের আকর্ষণ ক্রমশ কমছে। তাই সার্কাস দেখে অনেকেরই মন ভরছে না বলে জানা গিয়েছে। টিকিট মূল্য ৮০ ও ১০০ টাকা। এই টাকাতে আরও বড় এবং ভালো সার্কাস দেখতে পেলে তাদের বেশি আনন্দ হতো বলে জানিয়েছেন।