আমুদরিয়া নিউজ : মণিপুরের চুড়াচাঁদপুর জেলায় অজ্ঞাত বাক্তিদের দ্বারা হামার উপজাতির এক নেতার উপর হামলার জেরে সোমবার বাসিন্দারা অপরাধীদের সনাক্তকরণের দাবিতে সরব হন। তাতে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। পুলিশের মতে, বিক্ষোভকারীরা শহরে বনধের ঘোষণা করার চেষ্টা করছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের জন্য পাঁচ বা ততোধিক বাক্তির অননুমোদিত মিছিল বা বেআইনি সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেনহাং লামকার ভিকে মন্টেসরি কমপ্লেক্সের ভেতরে একদল লোক হামার ইনপুইয়ের সাধারণ সম্পাদক রিচার্ড হামারের উপর আক্রমণ চালায়।
