সুকুমার রঞ্জন সরকার, ১৫ নভেম্বর, কুমারগ্রাম: সূর্যাস্তের পর থেকেই গ্রামের সরু রাস্তায় শুরু হয় বালি পাথর বোঝাই ডাম্পার এর চলাচল, চলে রাতভর। কুমারগ্রাম ব্লকের ভল্কা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চড়াইমহল গ্রামের রাস্তায় ডাম্পার চলাচল শুরু হয়েছে কালিপুজোর পর থেকে জানান গ্রামবাসীরা। ডাম্পার এর দাপটে সাধারন মানুষ থেকে শুরু করে সাইকেল নিয়ে টিউশন পড়তে যাওয়া ছাত্র ছাত্রীরা সন্ধ্যার পর এই রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলাচল করে।
গ্রামবাসীদের অভিযোগ এই কদিনের ডাম্পার চলাচলে ভেঙ্গে গিয়েছে রাস্তা, রাস্তায় থাকা একটি কালভার্ট বসে গিয়েছে, রাস্তার পাশে থাকা একটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাদে ফাটল ধরেছে বলে জানান তারা। তারা আরও জানান এলাকার বেশ কিছু প্রভাবশালী এই কারবারে জড়িত। তারা মোটর বাইক ও ছোট গাড়ি করে ডাম্পার গুলিকে পাহারা দিয়ে রাস্তা পার করে দেয়। বৃহস্পতিবার রাতে গ্রামবাসীরা কয়েকটি ডাম্পার আটক করে এই রাস্তায় ডাম্পার চলাচল বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ বিক্ষোভ চলাকালীন ষাট সত্তর জন প্রভাবশালী যুবক সেখানে আসে এবং গ্রামবাসীদেরসাথে প্রথমে বচসা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হাতাহাতিতে এক মহিলা সহ মোট তিনজন আহত হন। খবর পেয়ে কুমারগ্রাম থানার অন্তর্গত বারোবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীরা জানান তারা মৌখিকভাবে প্রশাসনের কাছে ডাম্পার চলাচল এর দাবী জানিয়েছেন এবারে লিখিত অভিযোগ জানাবেন।