আমুদরিয়া নিউজ : দুই ভাই বসে ছিল। ছোট ভাইয়ের হাতে মুড়ির কৌটো। হঠাৎ শয়তান সেজে এক মহিলাকে বলতে শোনা গেল, মুড়ি খাও। মুড়ি খেলে রোজা ভাঙে না। খেয়ে নাও। বড় ভাই বলে উঠল, আমি শয়তানের কথা শুনি না। আমি মুড়ি খাব, কিন্তু ইফতারের সময়। এই শিক্ষামুলক ভিডিও দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত।
