আমুদরিয়া নিউজ : গ্রিসের জাতীয় সংগ্রহশালায় চারটি বহুমূল্য ছবি নষ্ট করার চেষ্টা করেন এক গ্রিক রাজনীতিবিদ। এরপর পুলিশ নিকোলাওস পাপাডোপুলোস নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। আলেকজান্দ্রোস সাউটসোস নামের ওই মিউজিয়াম সেদিনের মতো বন্ধ করে দেওয়া হয়। নিকোলাওস ‘অ্যালুর অফ বিজার’ একটি ছবি মাটিতে ফেলে তার ফ্রেম ভাঙার চেষ্টা করেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি মনে করেন ওই ছবি অর্থোডক্স খ্রিস্টধর্ম অনুযায়ী আপত্তিকর এবং তা মা মেরিকে অসম্মানিত করে। তবে গ্রিসের সংস্কৃতি দপ্তর জানায়, তারা দেশের সংস্কৃতি এবং হেরিটেজকে সামগ্রিকভাবে রক্ষা করার পরিপন্থী। এই নীতি ব্যক্তিবাচক কিছুকে সায় দেয় না।
