আমুদরিয়া নিউজ : বুধবার সকালে পাঞ্জাবের শিরোমণি অকালি দলের প্রধান এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাও আবার অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরেই। তবে সেখানে উপস্থিত লোকজনেরা আততায়ীকে ধরে ফেলে। পুলিশ জানায়, অভিযুক্তের নাম নারায়ণ সিং চউরা, তিনি বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামের একটি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সুখবীর সিংহ বাদল সুস্থ রয়েছেন।