আমুদরিয়া নিউজ : যাদবপুর কাণ্ডের জেরে এআইডিএসও, এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘটকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে শিলিগুড়িতেও। সোমবার সকালে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক লাগোয়া এলাকায় গোলমাল হয়। অভিযোগ, আন্দোলনকারীরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কয়েকজনকে জোর করে নামোনোর চেষ্টা করছিলেন। তখন টিএমসিপির সদস্য-সদস্যরা প্রতিবাদ করেন। তার পরেই সংঘর্ষ বাঁধে। তবে পরিস্থিতি পুলিশের আয়ত্বের বাইরে যায়নি। যদিও ধর্মঘটের পক্ষে থাকা ছাত্র সংগঠনের দাবি দাবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাস ফাঁকাই ছিল। তাঁরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উপস্থিতির হার একেবারেই ছিল না। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কোথাও বাধার মুখে পড়েননি বলে জানা গিয়েছে। তিন দিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত এক ছাত্রকে শিক্ষামন্ত্রীর গাড়ি চাকার তলায় পিষে দেয় বলে অভিযোগ ওঠে। শিক্ষামন্ত্রী নিজেও আহত হন। তা নিয়ে মামলা ও পাল্টা মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে একজন। ওই ছাত্র বর্তমানে চিকিৎসাধীন। সেই ঘটনার প্রতিবাদে এদিন ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল।
