আমুদরিয়া নিউজ : আদালত আগেই মত প্রকাশ করেছিল, বধূ নির্যাতনের ধারা কাজে লাগিয়ে কেউ যেন স্বার্থসিদ্ধির চেষ্টা না করে সেটা দেখতে হবে। বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার মামলায় এ কথা বলেছিল আদালত। সেই মামলায় অতুলের বাড়ির লোকজন তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।
শনিবার পুলিশ অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে। আগেই পুলিশ ধরেছে নিকিতার ভাই এবং মা, যথাক্রমে অনুরাগ ও নিশা সিংহানিয়াকে। তাঁদের প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।