আমুদরিয়া নিউজ : অ্যাডিলেডের পর ব্রিসবেনে তৃতীয় টেস্টে এগিয়ে অষ্ট্রেলিয়া। সোমবার অষ্ট্রেলিয়ার পরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে এখন ভারতীয় দল। গোড়ায় ২২ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত। ৪ রানে যশস্বী জয়সওয়াল ও ১ রানে শুভমন গিল আউট হন স্টার্কে বলে। ১৬ বলে ৩ রানের মাথায় জশ হ্যাজলউডের বলে অ্যালেক্স কেরির হাতে ক্যাচ দেন বিরাট কোহলি।
প্যাট কামিন্সের বলে ঋষভ পন্থ অ্যালেক্স কেরির হাতে ক্যাচবন্দি হন। তিনি করেছিলেন ১২ বলে ৯ রান। ততক্ষণে ৪৪ রানে ৪ উইকেট গিয়েছে ভারতের। অবশ্য বৃষ্টিতে বারবার খেলা বন্ধ হয়েছে। দিনের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ভারত ৫১ রানে ৪ উইকেট। রোহিত শর্মা ও কেএল রাহুল ক্রিজে আছেন। রোহিত ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি। রাহুল ৪টি চার সহ ৬৪ বলে করেছেন ৩৩।