আমুদরিয়া নিউজ : অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ভারতকে হেলায় হারিয়ে ৫ ম্যাচের সিরিজ ১-১ করল অষ্ট্রেলিয়া। পার্থের প্রথম টেস্টে জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানে অল আউট হয় ভারত। জবাবে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ৩৩৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪০ রানের চমৎকার ইনিংস খেলেন হেড। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত ১৭৫ রানে অলআউট হয়ে যায়। মাত্র ১৮ রানের লিড। অতি সহজেই জিতে যায় অষ্ট্রেলিয়া।