আমুদরিয়া নিউজ : ট্রাফিকে দাঁড়িয়ে ছিল একটি অটো। বাইকে দুই তরুণও দাঁড়িয়েছিলেন। হঠাৎই তরুণদের চোখ যায় অটোর নাম্বারের দিকে। ট্রিপল জিরো ফোর। তরুণরা নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করে দেন। নিজেদের মধ্যে বলাবলি শুরু করেন, এমন ভিআইপি নাম্বার নিশ্চয়ই টাকা দিয়ে পেয়েছেন অটোওয়ালা। তাঁরা বেশ ইয়ার্কির ছলে অটোওয়ালাকে গিয়ে প্রশ্ন করেন, দাদা অটোর নাম্বারটা তো বেশ দারুণ। কত টাকা পড়ল নাম্বার লাগাতে ? অটোওয়ালা কোনও ব্যাখ্যাতেই গেলেন না। সহাস্যে বললেন, একটু রয়ে সয়ে খোকা। বড়লোক দেখলেই কথা বলতে যাওয়া উচিত নয়।
