আমুদরিয়া নিউজ : এবার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর চেষ্টার আড়ালে খুনের ছক থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করল আওয়ামি লিগ। আওয়ামি লিগের এক মুখপাত্রের দাবি, এই অন্তর্বর্তী সরকার বৈধ নয়। তিনি এটাও দাবি করেন, ২০১৩ সালে ভারত এবং বাংলাদেশের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, তাতে ভুয়ো রাজনৈতিক কারণে মামলা হলে সে ক্ষেত্রে প্রত্যর্পণের প্রশ্ন থাকবে না বলে উল্লেখ রয়েছে। এর পরেই আওয়ামি লিগের নেতার সন্দেহ, হাসিনাকে খুনের ষড়যন্ত্র করে বাংলাদেশে ফেরানোর চেষ্টা হচ্ছে।
কিছুদিন আগে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর আবেদন করে দিল্লিকে ভার্বাল নোট দিয়েছে মহমদ ইউনুসের সরকার। দিল্লি থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে সে দেশের সরকার দাবি করেছে। সূত্রের খবর, প্রত্যর্পণ চুক্তিতে এক দেশ আরেক দেশ থেকে কাউকে প্রত্যর্পণ করতে অনুরোধ করলে কতদিনের মধ্যে উত্তর দিতে হবে সেই সময়সীমার উল্লেখ নেই।