আমুদরিয়া নিউজ : বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। আগামীকাল, রবিবার ওই সূচনা হবে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। ২০১৭ সাল থেকেই বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের প্রস্তুতি চলছে। রাজ্যও তাতে সামিল হয়েছে।
কারণ, যাত্রী বেড়েই চলেছে। সে জন্য রাজ্য ১০০ একরের বেশি জমি দেয়। দার্জিলিংয়ের সাংসদ জানিয়েছেন, প্রায় ৭১ হাজার স্কোয়ার ফিট জুড়ে টার্মিনাল বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে। একাধিক পার্কিং লট হবে।