আমুদরিয়া নিউজ : ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিমান যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হল রবিবার। ২০ অক্টোবর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বারাণসী থেকে তিনি বাগডোগরা ছাড়াও দেশের আরও চারটি ওয়ারপোর্টের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন। বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হয় শিলিগুড়ির অদূরে কাওয়াখালিতে।
ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ছাড়াও দার্জিলিং ও জলপাইগুড়ির দুই বিধায়ক এবং শিলিগুড়ি ও লাগোয়া এলাকার বিধায়করা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র জানান, রাজ্য সরকার সম্প্রসারণ প্রকল্পে জমি বরাদ্দ করেছে অনেক আগেই।