আমুদরিয়া নিউজ: ভুতুড়ে পরিবেশ নিয়ে হাজির এই ক্লাবের পূজো উদ্যোক্তারা। বহরমপুর গোরাবাজার ইয়ুথ ক্লাবের পুজো মণ্ডপের লাইট অ্যান্ড সাউন্ডের পাঁচ মিনিটের শো দর্শকদের রোমাঞ্চকর গা ছমছমে পরিবেশে শিহরণ জাগাবে। ক্লাবের নিজস্ব মাঠে ভাগীরথীর তীরে তৈরি হয়েছে মণ্ডপ।
মণ্ডপের সামনের অংশটি প্রাচীন প্রাসাদের ভগ্নাবশেষের আদলে তৈরি করা হয়েছে। প্রাসাদের বাইরে বিশাল আকৃতির বট গাছ। ওই প্রাসাদেই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হচ্ছে অশরীরী আত্মা ও বিষাক্ত জীবজন্তুর প্রতিচ্ছবি।লাইট এন্ড সাউন্ডের মধ্য দিয়ে দর্শকরা এগোলে পাবেন প্রাচীন শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মন্দির।