আমুদরিয়া নিউজ : কলকাতার পুজোয় প্রথম সারিতে থাকে শ্রীভূমি ক্লাবের পুজো। মণ্ডপ দেখতে উপচে পড়ে দারুণ ভিড়। এবার থিম তিরুপতির বালাজি মন্দির। মহালয়ার বিকেল থেকেই শ্রীভূমি ক্লাবের মণ্ডপ খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো ৫২ বছরে পড়ল। সোনালি আলো। ঝলমল করছে তিরুপতি মন্দিরের আদলে তৈরি মণ্ডপ।
