আমুদরিয়া নিউজ : সাংবিধানিক আদালতগুলি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের ধারাগুলিকে ইডি-র হাতে হাতিয়ার হওয়ার অনুমতি দিতে পারে না। সুপ্রিম কোর্ট একটি মামলার পর্যবেক্ষণে এ কথা জানিয়ে বলেছে, সাংবিধানিক আদালতগুলি দীর্ঘ সময়ের জন্য কাউকে জেলে রাখার জন্য ওই ধারাগুলিকে হাতিয়ার হতে দিতে পারে না।
দেশের শীর্ষ আদালত বলেছে যে যখন পিএমএলএ-এর মামলার বিচার দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে, সে সময়ে সাংবিধানিক আদালতগুলিকে জামিন দেওয়ার জন্য তাদের ক্ষমতা প্রয়োগের কথা বিবেচনা করতে হবে।
সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে, গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল শর্ত। যে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া যেতে পারে। সুপ্রিম কোর্ট বলেছে, জামিনই নিয়ম, জেল হল ব্যতিক্রম।