আমুদরিয়া নিউজ : নিঃসন্তান নারীদের অন্তঃসত্ত্বা করতে হবে, এমন চাকরির টোপ দিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফোন করতেন ওই তিনজন। বলা হতো, যদি নারীদের অন্তঃসত্ত্বা করতে সফল হলে ৫ লাখ টাকা মিলবে। না পারলে ৫০ হাজার টাকা। এভাবে অনেককে ফাঁদে ফেলে বহু লক্ষ টাকা হাতিয়ে শেষে পুলিশের হাতে ধরা পড়েছে বিহারের ৩ যুবক। পুলিশ জানায়, টোপে পা দিলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ ৫০০ থেকে ২০ হাজার টাকা জমা দিতে বলা হতো। বিহারের নওয়াদা জেলার কাহুয়ারা নামের একটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই তিন যুবক ‘বেবি বার্থ সার্ভিস’ নামে একটি ভুয়ো সংস্থা খুলেছিলেন।