আমুদরিয়া নিউজঃ চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে ফিরেই বাজিমাত মহম্মদ সামির। বৃহস্পতিবার রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিতীয় দিনে মধ্য প্রদেশে বিরুদ্ধে নিলেন ৪ টি উইকেট। কার্যত একাই গুড়িয়ে দিলেন মধ্য প্রদেশের ব্যাটিং লাইন।
এদিন সামির আগুন ঝরানো বোলিংয়ে ভর করে ১৬৭ রানে অলআউট হয়ে যায় প্রতিপক্ষ টিম। ১৯ ওভার বল করে ৫৪ রানের বিনিময়ে ৪ টি উইকেট নেন এই বঙ্গ পেসার। প্রথম ইনিংসে আপাতত বাংলা দল ৬১ রানে এগিয়ে রয়েছে। দীর্ঘ ১৭ মাস পর লাল বলের ম্যাচ খেলছেন সামি।