আমুদরিয়া নিউজ ডেস্ক : বাংলাদেশের হিন্দুরা সে দেশেরই নাগরিক, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান, বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন।
তিনি জানান, বাংলাদেশের হিন্দুরা দেশের নাগরিক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের নাগরিকদের সুরক্ষার দিতে বদ্ধপরিকর। তিনি দাবি করেন, ভারতীয় গণমাধ্যমের একাংশ সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ব্যাপারে অতিরঞ্জন থেকে বিরত থাকলে ভাল হয়। ছাত্র-জনতার আন্দোলনের জেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গড়া হয়। তার পরে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু হিংসার ঘটনা ঘটেছে। সে সময়ে হিন্দুদের বাড়িঘরে ব্যাপক হামলার অভিযোগ উঠেছে।