আমুদরিয়া নিউজ : বাংলাদেশে থেকে ভারতে ৫০ জন বিচারকের প্রশিক্ষণ নিতে আসার সিদ্ধান্ত বাতিল করে দিল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। রবিবার ওই নির্দেশ বাতিলের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের ভোপালে প্রশিক্ষণ শুরুর কথা ছিল। কিন্তু, তা আর হবে না।
ঘটনা হল, প্রশিক্ষণের চুক্তিটি হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময়ে। ফলে, তা বাতিল হয়েছে বলে মনে করছেন অনেকেই.