আমুদরিয়া নিউজ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে মঙ্গলবার। আওয়ামি লিগের আমলে বহু মানুষকে গুম করা এবং জুলাই গণ-আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়েছে। ঘটনাচক্রে,ইতিমধ্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ অর্থাৎ রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে ভারত।
সরকারি সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য লিখিত যোগাযোগ করেনি বাংলাদেশ সরকার। সেই লিখিত যোগাযোগ হলে তা খতিয়ে দেখতে কিছুটা সময় লাগতে পারে। তাই ভিসার মেযাদ বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।