আমুদরিয়া নিউজ ডেস্ক : কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচকে ঘিরে আগাম হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। কানপুর টেস্ট নয়, গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচেও হুমকি দিয়ে ম্যাচের দিন বনধের ডেকেছে তারা। একইভাবে ভারতের ক্রিকেট টিমের জন্যও ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। ইতোমধ্যে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
সূত্রের খবর, বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে। হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। রয়েছে অ্যান্টি–টেররিজম স্কোয়াড। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি–টোয়েন্টি ম্যাচের দিন বনধের ডাক আগেই দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার দাবি, গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার চালানো হচ্ছে। প্রতিবাদে তারা কানপুরে দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের দিন তারা বনধ ডেকেছে।