আমুদরিয়া নিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশের টেস্ট শুরু হতে দেরি নেই। আর মাত্র একদিন। তার আগে রীতি মেনে সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়ে দিলেন, বাংলাদেশ ভারতকে হারিয়ে মজা করার আশায় রয়েছে বলে জানিয়েছে। সে ওরা মজা করার আশায় থাকুক। রোহিত জানান, তাঁরা বাংলাদেশকে হারানোর লক্ষ্যে স্থির রয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে। তার পরে বাংলাদেশের অনেকেই ভারতকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন। সেই প্রশ্ন উঠলে রোহিত জানান, ইংল্যান্ড সফরের আগেও ওরা এমন অনেক কথা বলেছিল। তারা সেটার জবাব পেয়েছে বলে রোহিত জানান।