আমুদরিয়া নিউজ : এক কোটা আন্দোলনের জেরে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। এবার বাংলাদেশে ফের আরেক কোটা আন্দোলন শুরু হয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীরা হুঁশিয়রি দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে। রবিবারের মধ্যে তা না করলে বাংলাদেশে জনজীবন স্তব্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।
গত বছরের জুলাই-অগাস্ট মাসে কোটা আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। তার জেরে প্রাণহানি হয়। শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।