আমুদরিয়া নিউজ : প্রতি বছরের মতো এবারও শিলিগুড়িতে বেঙ্গল ট্রাভেল মার্ট বা বিটিএম শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার মাটিগাড়ায় শুরু হয়েছে বিটিএম। মেলায় দেশের নানা এলাকার পর্যটনে যুক্তরা অংশগ্রহণ করেছেন। রয়েছেন নেপাল ও ভুটানের পর্যটন মহলের প্রতিনিধিরা। কিন্তু, বাংলাদেশের কোনও পর্যটন প্রতিনিধি অংশ নেননি। উদ্যোক্তারা জানান, সে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা মেলায় অংশ নেননি।
এই মেলার অন্যতম আয়োজক ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন সংক্ষেপে এটোয়া জানায়, এবার মেলায় নেপাল ও ভুটানের পর্যটনের বিশেষ দিকগুলি তুলে ধরাটা হল মূল আকর্ষণ। ভুটানের পর্যটন শিল্পের প্রতিনিধিরা বিটিএম এ এবারই প্রথম অংশ নিলেন। এটোয়ার সাধারণ সম্পাদক দেবাশিস চক্রবর্তী জানান, মেলায় পর্যটন সম্পর্কে কৌতুহলীদের ভিড় প্রতিবারই উপচে পড়ে। এবারও তা হচ্ছে বলে তিনি জানান।