আমুদরিয়া নিউজ ডেস্ক : বাংলাদেশে সাধারণ নির্বাচন কবে হবে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু, রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে নানা মহলে। সোমবার বাংলাদেশে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জনপ্রিয় পার্টি(বিপিপি)।ঢাকার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই নয়া দলের কমিটি ঘোষণা হয়। দলের সাংবাদিক বৈঠকে সভাপতিত্ব করেন মহম্মদ বকুল হোসেন হৃদয়।
তিনি জানান, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফা ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে এই দল যাত্রা শুরু করল।