আমুদরিয়া নিউজ ডেস্ক : অবশেষে ইলিশ আসার খবর মিলেছে বাংলাদেশ থেকে। তাও পুজোর আগেই। সূত্র বলছে, দুর্গোৎসব উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানি করবে বাংলাদেশ। গত বছর বেশি পরিমাণ ইলিশ এসেছিল পুজোর আগে। প্রায় ৫ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে এসেছিল। এবার মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রথমে ইলিশ পাঠানো হবে না জানিয়েছিল।