আমুদরিয়া নিউজ : বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে তিনি গোড়া থেকেই সরব। তা নিয়ে লাগাতার প্রতিবাদ করছেন তিনি মানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক শুভেন্দুবাবুর উপরে হামলার ছক কষেছে বাংলাদেশে ঘাঁটি গেড়ে থাকা দুটি জঙ্গি গোষ্ঠী বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। এমনকী, গোয়েন্দা বিভাগ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ২৬ ডিসেম্বর শুবেন্দুবাবুর উপরে হামলার ছক কষা হয়ে থাকতে পারে। সেই মতো রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই নিরাপত্তা বিষয়ক তৎপরতা বাড়িয়েছে পুলিশ-প্রশাসন।
সরকারি সূত্র অনুসারে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্যকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরি-র জঙ্গিদের নিশানার মুখে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও আগে থেকেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু। তার পরেও যাতে কোনও ফাঁক না থাকে নিরাপত্তায় সেটা জানিয়ে সতর্ক করা হয়েছে। এই ব্যাপারে বিরোধী দলনেতার বক্তব্য পরিষ্কার। তিনি জানান, তিনি নিরাপত্তা আধিকারিক যেমন বলেন, সেভাবে চলাফেরা করার চেষ্টা করেন। তিনি এটাও জানান, তিনি সাধারণ মানুষের মাঝেই থাকবেন, কারণ সাধারণ মানুষই তাঁর সুরক্ষাকবচ।