আমুদরিয়া নিউজ : গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিযেছে, আপাতত শিলিগুড়ির কোনও হোটেলে বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না। সংগঠন জানিয়ে দিয়েছে, দু দেশের সম্পর্খ স্বাভাবিক হলে তবেই হোটেলে বাংলাদেশের বাসিন্দাদের থাকতে দেওয়া হবে। শিলিদুড়িতে ওই সংগঠনের আওতায় ৩ শতাধিক হোটেল রয়েছে। তার বাইরেও কিছু হোটেল রয়েছে।
