আমুদরিয়া নিউজ : সাধারণত ফিক্সড ডিপোজিট করলে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স মানে টিডিএস কাটা হয়ে থাকে। সেটা কাটা নিয়ে গোলমালের জেরে এক ব্যাঙ্ক ম্যানেজারকে মারধর, জামাকাপড় ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আমেদাবাদের একটি সরকারি ব্যাঙ্কের ঘটনা। ব্যাঙ্ক ম্যানেজারের মাথায় চড়ও মারা হয়। ম্যানেজারও পাল্টা দেন তাঁকে।
এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। প্রায় ৪০ সেকেন্ডের ভিডিও। দেখা যাচ্ছে, দুজন মারপিট করছেন। একে অন্যের কলার ধরে ঝাঁকাচ্ছেন। তবে একজন মহিলা ব্যাপারটি মেটামনোর চেষ্টা করেন।