সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ১০ জানুয়ারি: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে বারোবিশা বিবেকানন্দ ক্লাব ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন প্রাক্তন শিক্ষক ও সমাজসেবি রঞ্জিত রঞ্জন সাধ্য। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ও সদস্যগন, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয় প্রকাশ বর্মন, সমাজসেবি জয় শঙ্কর দাস সহ এলাকার বিশিষ্টজনেরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা তপতী সরকার জানান এদিন তেরোটি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিনীদের ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। মাঠে ক্রীড়া প্রতিযোগিতা দেখতে অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।