আমুদরিয়া নিউজ : ‘শোলে’ সিনেমার বীরু বসন্তিকে বিয়ে করতে চেয়ে জলের ট্যাঙ্কে মদ্যপ অবস্থায় উঠে চেঁচিয়ে লোক জড়ো করেছিল। এবার সেই দৃশ্যেরই মিল পাওয়া গেল মালদার ইংরেজবাজারে। রবিবার বিকেল পাঁচটা নাগাদ মদের বোতল নিয়ে একটি টাওয়ারে চড়ে বসেন বাবুলাল মণ্ডল নামে স্থানীয় এক তরুণ। শুধু তাই নয়। নিজের প্রেমিকার নাম ধরে চিৎকারও জুড়ে দেন তিনি। তাঁকে বিয়ে করার কথাও ওই টঙে চড়ে চেঁচিয়ে বলতে থাকেন ওই তরুণ। স্থানীয়রা অনেকেই তাঁকে নেমে আসতে বলেন। কিন্তু কে শোনে কার কথা। অবশেষে দমকল ও পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নীচে নিয়ে আসে।
