আমুদরিয়া নিউজঃ বাশেঁর তৈরি সামগ্রী দিয়ে সাজানো হয়েছে মন্ডপ। রয়েছে বাশেঁর ধামা, কুলো, চালুন, বাশেঁর ধারা, নারকেলের রশি। এগুলি ব্যবহার করে নানান প্রকারের পুতুল ব্যবহার করাও হয়েছে। ৮০ তম বর্ষে কোচবিহার গুড়িয়াহাটি ক্লাবের এবারের থিম পুতুলের দেশ। থিমের সঙ্গে মিল রেখে প্রতিমায় অভিনবত্ব আনা হয়েছে। এই মন্ডপ দেখতে তৃতীয়ার থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে।
