আমুদরিয়া নিউজ : হলিউড অভিনেতা ভ্যাল কিলমার, ১৯৮০ এবং ৯০ এর দশকের টপ গান এবং ব্যাটম্যান ফরএভার সহ কয়েকটি বড় সিনেমায় তার অভিনয়ের জন্য পরিচিত। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সেই তাঁর মৃত্যু হয়। তাঁর মেয়ে জানান, ২০১৪ সালে তাঁর বাবার গলার ক্যান্সার ধরা পড়েছিল কিন্তু পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি ১৯৯১ সালের দ্য ডোরস-এ কিংবদন্তি ব্যান্ডের ফ্রন্টম্যান জিম মরিসনের ভূমিকাতেও অভিনয় করেছিলেন।
