আমুদরিয়া নিউজ : সম্প্রতি চোরের উপর বাটপাড়ির এক উৎকৃষ্ট উদাহরণ সামনে এসছে নেট মাধ্যমের ভাইরাল হওয়া একটি ভিডিওয়। তাতে দেখা যাচ্ছে, খেতে বসেছেন মা, মেয়ে ও ছেলে। সবাই একই খাবার খাচ্ছেন। তবে ছেলে খাবারের তালিকায় অন্য জিনিস ছাড়াও একটি বাটিতে একটি মিষ্টিও রয়েছে। হঠাৎ ছেলের একটা ফোন আসে। সে ফোনে ব্যস্ত হয়ে পড়ে। মা ইয়ার্কি মেরেই ছেলের ব্যস্ততার সুযোগে তার বাটি থেকে মিষ্টিটি নিয়ে রাখেন নিজের গ্লাসে। তারপর ছেলের দিকে তাকিয়ে ঠাহর করার চেষ্টা করেন সে বুঝেছে কি না। এদিকে মায়ের গ্লাসের পাশেই ছিল মেয়ের গ্লাস। মেয়ে আবার মায়ের অলক্ষ্যে নিজের ও তার মায়ের গ্লাস অদলবদল করে মিষ্টি নিজের হেপাজতে নিয়ে নেয়। অবশেষে মিষ্টি মেয়ের পেটেই যায়। ভিডিওয় নেটিজেনদের কমেন্ট, একে বলে চোরের উপরে চোর।
