আমুদরিয়া নিউজ : চোরদের সহবত শেখালেন এক ব্যবসায়ী। প্রতিদিনকার মতোই কাজে ব্যস্ত ছিলেন ওই ব্যবসায়ী। দোকান খোলাই ছিল। হঠাৎ মাঙ্কি ক্যাপ পরে দোকানে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। তাঁদের হাতে ছিল বন্দুক। মালিক কোনও রকম হঠকারিতা করেননি। হাত তুলে দাঁড়িয়ে পড়েন একদিকে। দুষ্কৃতীরা টাকা ও দোকানের মাল লুঠ করতে ব্যস্ত হয়ে পড়ে। তাঁরা দরজার দিকে খেয়াল করেনি। মালিক অতর্কিতে দরজার দিকে চলে যান। কাঁচের দরজা খোলা রেখেই শাটার নামিয়ে দেন বাইরে থেকে। ব্যাস ! দুষ্কৃতীরা বেগতিক দেখে এধার ওধার করার চেষ্টা করে। কিন্তু দোকান মালিকের চালে ধরাশায়ী হয়। দোকানের সিসিটিভি ক্যামেরায় এই অবধি ভিডিও ধরা পড়েছে। পরে দুষ্কৃতীদের কী হল তা আন্দাজ করে নিন।
