আমুদরিয়া নিউজ : নিউজিল্যান্ড সিরিজ হার এবং অষ্ট্রেলিয়ায় বিপর্যয়ের জন্য কি ভারতীয় ক্রিকেট টিমের বাছাই ক্রিকেটারদের পরিবারের কোনও ভূমিকা আছে! ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড ভাবছে নিশ্চযই কিছু আছে। না হলে গত শনিবার কেন ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড সিদ্ধান্ত নিল কেন, যে এখন থেকে ৪৫ দিমনের বেশি কোনও ট্যুর হলে ক্রিকেটারদের স্ত্রী বা পরিবারের লোক ১৫ দিনের বেশি সঙ্গে থাকতে পারবেন না। তার নিচে কোনও ট্যুর হলে সাতদিনের বেশি পরিবারের কেউ ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবেন না। আশ্চর্য় ব্যাপার, ওই মিটিঙে ভারতের ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীর, ক্যাপ্টেন রোহিত শর্মা ছিলেন। ছিলেন দেশের ক্রিকেট টিমের মুখ্য নির্বাচক অজিত আগরেকর।