আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকে শিশুঝুমড়া গ্রাম পঞ্চায়েতের রহিমপুর চা বাগানে চলছে চা সুন্দরী প্রকল্পে আবাসন নির্মানের কাজ। সোমবার মাদারীহাট এর বিডিও এই কাজ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বিডিও জানান এদিন তিনি চা সুন্দরী প্রকল্পে নির্মীয়মান ঘরের কাজ খতিয়ে দেখেন। কাজ নিয়ে চা শ্রমিকদের কোনো অভিযোগ আছে কিনা শ্রমিকদের সাথে কথা বলে তাও জানতে চান। বাড়ি নির্মানে যেসব উপকরণ ব্যবহার করা হচ্ছে সেগুলির মান কেমন তাও খতিয়ে দেখেন ও কাজে সন্তোষ প্রকাশ করেন।
