আমুদরিয়া নিউজ : সোমবার ভোরে পরলোক গমন করেন কুমারগ্রাম এর বিডিও গৌতম বর্মন। জানা গেছে এদিন ভোরে বিডিও অফিস চত্বরের সরকারি আবাসনের ছাদে বিডিও কে পড়ে থাকতে দেখেন তার মা। তিনি আবাসনের অন্যান্যদের ডেকে এনে গৌতমকে নিয়ে যান কুমারগ্রামদুয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। দেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই বিডিওর মৃত্যু হতে পারে, তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
উল্লেখ্য ২০২৩ সালের নভেম্বর মাসের এক তারিখ গৌতম বর্মন কুমারগ্রামের বিডিও হিসাবে দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি কালিম্পং এ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। মা, স্ত্রী ও দেড় বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে বিডিও অফিস চত্বরে সরকারি আবাসনেই থাকতেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ঊনচল্লিশ বছর। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমারগ্রামে।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম