আমুদরিয়া নিউজঃ আকর্ষনীয় দুর্গা মূর্তির জন্য বিগত বছরগুলিতে বহু সংস্থা, প্রতিষ্ঠান, সমিতির দ্বারা সেরা পুরস্কার জিতে নিয়েছে। প্রতিমা নিয়ে তাদের গৌরব রয়েছে। এবারও তাদের মূর্তি দর্শকদের মোহিত করছে। এই মাতৃ মূর্তি দেখতে হলে আসতে হবে কোচবিহারের সংহতি ক্লাবে। কচিকাঁচাদের আনন্দ দিতে সুন্দর আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
