আমুদরিয়া নিউজ : আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কে যে ব্যালট পেপার তৈরি হয়েছে তাতে ইংরেজি ছাড়া আর চারটি ভাষায় প্রার্থীদের নাম লেখা আছে। তার মধ্যে রয়েছে বাংলাও। কারণ নিউইয়র্কে বাংলাভাষীর সংখ্যা প্রচুর। মোটামুটি ২০০টি ভাষাভাষীর জনসংখ্যার বসবাস সেখানে। তার মধ্যে থেকে ৪টি ভাষায় ব্যালট ছাপা হয়েছে। আমেরিকার ভাষায় ইংরেজি তো আছেই, তার বাইরে চারটি হল বাংলা, চিনা, কোরিয়ান, স্প্যানিশ।
