আমুদরিয়া নিউজ : কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, সামনেই বিহারে ভোট থাকায় সেই রাজ্যকে ঢেলে বরাদ্দ করা হয়েছে। অথচ বাংলাকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে। তবে বিহারের জন্য এত উপহারে খুশি তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন বলেছেন, বিহার নিয়ে আমার দুর্বলতা রয়েছে বলে কিছু ঘোষণা ভাল লেগেছে।
তবে প্রধানমন্ত্রী যা ঘোষণা করেছিলেন, সেই তুলনায় কিছুই বরাদ্দ হয়নি।